গন্তব্য নিঝুম দ্বীপঃ হরিণের সাথে সাক্ষাৎ ও মোহনার উত্তাল জলরাশি ডিঙ্গিয়ে বাড়ি ফেরা (শেষ পর্ব)

দ্বিতীয় পর্বের পর….. দরজায় ধাক্কা একের পর এক! আমার অবশ্য ঘুম ভেঙ্গে গিয়েছিলো একটু আগেই; তবে তন্দ্রায় তখনও আচ্ছন্ন। শিশিরস্নাত সকালে কম্বলের উমে জড়িয়ে নিচ্ছিলাম বারংবার। কনক তখনো গভীর ঘুমে। আলতোভাবে কয়েকবার নাড়া দিয়ে ডেকে বললাম, ‘এ কনক, উডোছ না! কাকায় আসছে, দরজা খুলি দে।’ কনক ক্ষীণস্বরে ‘তুই যাস না!’ বলে অন্যপাশে মুখ ফিরিয়ে আবারো … Continue reading গন্তব্য নিঝুম দ্বীপঃ হরিণের সাথে সাক্ষাৎ ও মোহনার উত্তাল জলরাশি ডিঙ্গিয়ে বাড়ি ফেরা (শেষ পর্ব)